শিরোনামঃ
খালেদা জিয়া কিছুটা ভালোর দিকে আছেন: উপদেষ্টা মাহফুজ জ্বালানি তেলের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকর বিপিএলে ৬ ফ্র্যাঞ্চাইজির পূর্ণাঙ্গ স্কোয়াড সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ ঈশ্বরদীতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন সবুজ সংকেত পেলেই খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব আশা করি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রেসিডেন্ট
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

ফখরের আউট নিয়ে এবার আইসিসির দ্বারস্থ পাকিস্তান

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে ফখর জামানের আউটকে ঘিরে নতুন করে অভিযোগ তুলেছে পাকিস্তান। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ এমনটাই জানিয়েছে।

রোববার দুবাইয়ে ম্যাচের শুরুতেই ওপেনিংয়ে পাঠানো হয় ফখর জামানকে। হার্দিক পান্ডিয়ার বলে এজ হয়ে বল যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। মাঠের আম্পায়ার গাজী সোহেল এবং রুচিরা পল্লিয়াগুরুগে নিশ্চিত না হয়ে সিদ্ধান্ত পাঠান টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে পল্লিয়াগুরুগে ক্যাচকে বৈধ ঘোষণা করেন।

তবে এক কোণ থেকে পাওয়া রিপ্লেতে বল মাটিতে লেগে গ্লাভসে উঠেছে বলে সন্দেহ হয়। ১৫ রানে আউট হওয়ার পর ফখর ক্ষোভ প্রকাশ করে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন এবং মাথা নাড়িয়ে মাঠ ছাড়েন।

পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা অভিযোগ নিয়ে যান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে। তবে পাইক্রফট জানান, এটি তার এখতিয়ারভুক্ত নয়। পরে চিমা আইসিসিকে ই-মেইল পাঠিয়ে অভিযোগ জানান। পাকিস্তানের দাবি, যথেষ্ট ‘স্পষ্ট ও নিশ্চিত প্রমাণ’ ছাড়াই ফখরকে আউট দেওয়া হয়েছে এবং সব ক্যামেরা অ্যাঙ্গেলও পর্যালোচনা করা হয়নি।

ম্যাচ শেষে অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত নই। আম্পায়ারদের কাজ সিদ্ধান্ত দেওয়া, তারা ভুল করতেই পারে। তবে আমার মনে হয়েছে বল মাটিতে লেগে তারপর কিপারের হাতে গেছে। ফখর যদি পাওয়ার প্লে–তে খেলতে পারত, আমরা হয়তো ১৯০ রান তুলতে পারতাম। ’


এ জাতীয় আরো খবর...