শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন ৬ জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবাই জেলা ও বিভাগের প্রতিনিধি। এ তালিকায় রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবরও, যিনি এবারই প্রথম ক্রিকেট পরিচালনায় সম্পৃক্ত হচ্ছেন।

২৩ পরিচালকের মধ্যে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক নির্বাচিত হয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা বিভাগ থেকে আগেই নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামে একটি মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর এবং আহসান ইকবাল চৌধুরী।

বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ৫০ জন প্রার্থী ছিলেন। তবে শেষ দিনে ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৫ ক্লাব কাউন্সিলরের মধ্যে একজনের প্রার্থীতা বাতিল হয়েছে। ফলে মোট প্রার্থীর সংখ্যা নেমে এসেছে ৩৩ এ।

ক্যাটাগরি তিন থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা ও বিভাগ থেকে মীর হেলাল ও তৌহিদ তারেক সরে দাঁড়িয়েছেন। তারা সবাই তামিম ইকবাল ও বিএনপি সমর্থিত ছিলেন।

সবচেয়ে বেশি প্রার্থীতা প্রত্যাহার হয়েছে ক্লাব ক্যাটাগরি থেকে, একযোগে ১২ প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রিমিয়ার লিগের দুটি ক্লাব মোহামেডান ও শাইনপুকুর কাউন্সিলরও রয়েছেন। এ ছাড়া নিষিদ্ধ ক্লাবের কাউন্সিলর হওয়ায় ইফতেখার রহমানের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এখন ক্লাব ক্যাটাগরিতে টিকে আছেন মাত্র ১৬ প্রার্থী, যেখানে নির্বাচিত হবেন ১২ জন। এর মধ্যে বসুন্ধরা গ্রুপ সমর্থিত ক্লাবের প্রার্থী রয়েছেন পাঁচজন। তবে তামিমপন্থী কাউন্সিলররা ভোট বর্জন করার আভাস দিয়েছেন।


এ জাতীয় আরো খবর...