শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের পরাজয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মৌসুমের শুরু থেকেই একের পর এক জয় উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাঠে বিধ্বস্ত হতে হলো লস ব্লাঙ্কোসদের। সেই সাথে সপ্তম ম্যাচে এসে মৌসুমে প্রথম পরাজয় দেখেছে জাবি আলোনসোর দল। প্রিমিয়ার লিগে ম্যান ইউনাইটেড, লিভারপুল, চেলসির পরাজয়ের রাতে ম্যানচেস্টার সিটি মেতেছিল গোল উৎসবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজ নিজ লিগের ম্যাচে মাঠে নামে দলগুলো।

মাদ্রিদ ডার্বিতে ম্যাচের ১৪তম মিনিটেই সিমিওনের অ্যাসিস্টে স্বাগতিক অ্যাটলেটিকোকে লিড এনে দেন রবিন লে নরমান্দ। তবে ২৫ মিনিটের মাথায় আর্দা গুলেরের বাড়ানো বলে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। ৩৬ মিনিটে গুলেরের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল।

প্রথমার্ধের যোগ করা সময়ে আলেক্সান্ডার সরলথের হেডে সমতায় ফেরে অ্যাটলেটিকো। বিরতির পর ৪৯তম মিনিটে পেনাল্টি থেকে আলভারেজের গোলে ২-১ এ এগিয়ে যায় দিয়েগো সিমেওনের দল। ৬৩ মিনিটে ফ্রি কিকে দারুণ এক গোলে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

ম্যাচে যোগ করার অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজম্যানের গোলে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় অ্যাটলেটিকো। এতে, ৫-২ গোলের পরাজয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর শিষ্যরা।

নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৭৫ বছর পর ৫ গোল হজম করলো রিয়াল। সবশেষ ১৯৫০ সালে ৬–৩ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে বার্নলিকে ৫-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। আর্লিং হালান্ডের জোড়া গোল আর প্রতিপক্ষের দুই আত্মঘাতী গোলে বড় জয় তুলে নিয়েছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগ ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে জোড়া আত্মঘাতী গোল করেন এস্তেভেও।

সিটির গোলউৎসবের দিনে ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-১ গোলের নাটকীয় হারের দেখা পেয়েছে অলরেডরা। ম্যাচের ৯ মিনিটে ইসমাইলা সারের গোলে লিড নেয় প্যালেস। সেই গোল লিভারপুল শোধ করে ৮৭ মিনিটে কিয়েসার পায়ে। তবে যোগ করা সময়ের সাত মিনিটে এডি এনকেটিয়ার গোলে নাটকীয় জয় তুলে নেয় ক্রিস্টাল প্যালেস।

দিনের অপর ম্যাচে, ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। ঘরের মাঠে এনজো ফার্নান্দেজের গোলে লিড নেয়ার পরেও শেষ মূহুর্তে যোগ করা সময়ে দুই গোলে অবিশ্বাস্য এক জয় তুলে নেয় ব্রাইটন। জোড়া গোল করেন ওয়েলবেক।

এর আগে, ব্রেন্টফোর্ডের মাঠে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ইগো চিয়াসোর জোড়া গোলের পর, প্রথমার্ধেই এক গোল শোধ করেন বেনিয়ামিন ইসকো। পেনাল্টি পেয়েও সমতাইয় ফেরার সুযোগ নষ্ট করেন ইউনাইটেডের ব্রুনো ফের্নান্দেস। শেষ দিকে মাথিয়াস ইয়ানসেনের দারুণ এক গোলে অল রেডদের হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে ব্রেন্টফোর্ড।


এ জাতীয় আরো খবর...