লিওনেল মেসি পুরো ৯০ মিনিট খেললেন। তবুও লিগস কাপের ফাইনালে একটিও অন-টার্গেট শট নিতে পারেনি ইন্টার মায়ামি। চোট কাটিয়ে ফেরার পর দলের জন্য ছিলেন বড় ভরসা, কিন্তু মাশচেরানোর শিষ্যদের ব্যর্থতায় শেষ পর্যন্ত লজ্জাজনক হারে মাঠ ছাড়তে হলো তাদের।
সিয়াটল ৩-০ গোলের দাপুটে জয়ে জিতেছে শিরোপা। লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দলটি। ক্যারিয়ারের ৪৬তম ট্রফি জেতার মাইলফলক সামনে নিয়ে নামা মেসির স্বপ্ন ভেঙে যায় ম্যাচের ২৬ মিনিটেই। সতীর্থের ক্রসে হেড থেকে ডি রোসারিও গোল করে এগিয়ে দেন সিয়াটলকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামির সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল। লুইস সুয়ারেজের পাস থেকে একেবারে গোলরক্ষকের মুখোমুখি হন মেসি। কিন্তু শট যায় পোস্টের ওপর দিয়ে। এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি মায়ামি। ৮৪ মিনিটে মায়ামির ডিফেন্ডার ইয়ানিক ব্রাইট বক্সের ভেতর ফাউল করলে সিয়াটল পায় পেনাল্টি। আলেক্স রোলড্যান গোল করতে ভুল করেননি। ৮৯ মিনিটে আরেকটি গোল করে ৩-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে সিয়াটল।
অপরাজিত তিন ম্যাচের পর ফাইনালে এসে ভেঙে গেল ইন্টার মায়ামির স্বপ্ন। অন-টার্গেটে শট না থাকার ব্যর্থতা শেষ পর্যন্ত মেসি-সুয়ারেজদের ডুবিয়ে দিল সিয়াটলের উৎসবে।