টলিউডের জনপ্রিয় নায়িকা রুক্মিণী মৈত্র এক সাক্ষাৎকারে শেয়ার করলেন জীবনের এক অজানা অধ্যায়। বলিউডের সিনেমাতে অভিনয়ের সুযোগ পেয়েও তখন তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর সিনেমাটি ছিল বলিউড বাদশা শাহরুখ খানের সুপারহিট সিনেমা ‘রব নে বানা দি জোড়ি’।
হিন্দুস্তান টাইমস বলছে রুক্মিণী জানিয়েছেন, যখন তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী, তখনই সিনেমাটির অডিশনের প্রস্তাব আসে। নতুন মুখ খুঁজছিলেন সিনেমা নির্মাতারা যেমন ব্যাঙ্গালোরে তখন মডেলিংয়ে জনপ্রিয় ছিলেন অনুষ্কা শর্মা, তেমনই কলকাতায় পরিচিত ছিলেন রুক্মিণী। বহুবার ডাক এলেও তিনি রাজি হননি। অভিনেত্রীর ভাষায়, তখন বয়স অল্প ছিল, হয়তো সেই কারণেই ভুলটা করেছিলাম।
যদিও এই সিদ্ধান্তে তার বলিউড যাত্রা শুরু হয়নি, তবুও টলিউডে একের পর এক হিট সিনেমাতে অভিনয় করে ইতিমধ্যেই শক্ত অবস্থান গড়ে তুলেছেন রুক্মিণী। দেবের সঙ্গে ‘চ্যাম্প’, ‘পাসওয়ার্ড’, ‘ককপিট’, ‘কিশমিশ’-এর পাশাপাশি জিতের বিপরীতে ‘বুমেরাং’ এবং আবিরের সঙ্গে ‘সুইজারল্যান্ড’-এ নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি তার অভিনীত ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ আন্তর্জাতিক পর্যায়ে দারুণ সাফল্য পেয়েছে। সিনেমাটি বোস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছে।