শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

নেপালকে বিধ্বস্ত করে জয়ে ফিরল বাংলাদেশ

স্পোর্স্টস কণ্ঠ
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ভারতের কাছে ২-০ ব্যবধানে হারের মুখে পড়েছিল তারা। এবার নেপালকে ৩-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরল অপির্তা বিশ্বাসরা।

রোববার (২৪ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। অবশ্য প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন।

মিনিট চারেক পর মাঝমাঠ থেকে সাজানো এক আক্রমণে নেপালের বক্সের সামনে বল পেয়ে যান সুরভী আকন্দ প্রীতি। নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বলের লাগান পাননি। বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল নেপালের মেয়েরা। মিডফিল্ডে বাংলাদেশের ফুটবলারের এক ভু্লে বল পান নেপালের ফরোয়ার্ড। বক্সে প্রবেশ করে নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে।

বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার সবাইকে পেছনে ফেলেন। বলের সুন্দর নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশের গোলরক্ষককে বক্সে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি আগুয়ান।

এই ম্যাচে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিক হতে পারত। ৮০ ও ইনজুরি সময়ে তার নেয়া দু’টি শট বারে লেগে ফেরত আসে। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন।

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আবারও এই তিন দলের বিপক্ষে মুখোমুখি হবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে। এই মুহূর্তে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে নেপাল, আর কোনো পয়েন্ট না থাকায় তলানিতে ভুটান।


এ জাতীয় আরো খবর...