শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

মেসির মায়ামিকে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন সিয়াটল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
মেসির সাথে তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। ছবি- মার্কা

লিওনেল মেসি পুরো ৯০ মিনিট খেললেন। তবুও লিগস কাপের ফাইনালে একটিও অন-টার্গেট শট নিতে পারেনি ইন্টার মায়ামি। চোট কাটিয়ে ফেরার পর দলের জন্য ছিলেন বড় ভরসা, কিন্তু মাশচেরানোর শিষ্যদের ব্যর্থতায় শেষ পর্যন্ত লজ্জাজনক হারে মাঠ ছাড়তে হলো তাদের।

সিয়াটল ৩-০ গোলের দাপুটে জয়ে জিতেছে শিরোপা। লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দলটি। ক্যারিয়ারের ৪৬তম ট্রফি জেতার মাইলফলক সামনে নিয়ে নামা মেসির স্বপ্ন ভেঙে যায় ম্যাচের ২৬ মিনিটেই। সতীর্থের ক্রসে হেড থেকে ডি রোসারিও গোল করে এগিয়ে দেন সিয়াটলকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামির সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল। লুইস সুয়ারেজের পাস থেকে একেবারে গোলরক্ষকের মুখোমুখি হন মেসি। কিন্তু শট যায় পোস্টের ওপর দিয়ে। এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি মায়ামি। ৮৪ মিনিটে মায়ামির ডিফেন্ডার ইয়ানিক ব্রাইট বক্সের ভেতর ফাউল করলে সিয়াটল পায় পেনাল্টি। আলেক্স রোলড্যান গোল করতে ভুল করেননি। ৮৯ মিনিটে আরেকটি গোল করে ৩-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে সিয়াটল।

অপরাজিত তিন ম্যাচের পর ফাইনালে এসে ভেঙে গেল ইন্টার মায়ামির স্বপ্ন। অন-টার্গেটে শট না থাকার ব্যর্থতা শেষ পর্যন্ত মেসি-সুয়ারেজদের ডুবিয়ে দিল সিয়াটলের উৎসবে।


এ জাতীয় আরো খবর...