শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে হার আর্জেন্টিনার, ব্রাজিলকে হারিয়ে প্লে-অফে বলিভিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকান অঞ্চলে নিজেদের শেষ ম্যাচে বুধবার (১০ সেপ্টেম্বর) ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। গুয়াইয়াকিলে দুই দলই একটি করে লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হয়। তবে শেষ হাসি হেসেছে ইকুয়েডর।

গত ম্যাচেই জানানো হয়েছিলো, ইকুয়েডরের বিপক্ষে বিশ্রামে রাখা হবে লিওনেল মেসিকে। ফলে এই ম্যাচে ছিলেন না তিনি। তার পাশাপাশি ইকুয়েডরের বিপক্ষে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে স্ক্যালোনির দল। তবে দলে পরিবর্তন এনেও লাভ হয়নি। ইকুয়েডরের বিপক্ষে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।


বিবর্ণ পারফরম্যান্সের মাঝে ৩১তম মিনিটে বড় ধাক্কাটা খায় আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যান এনার ভ্যালেন্সিয়া। তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ৩৭ বছর বয়সি ডিফেন্ডার ওতামেন্দি।
প্রথমার্ধের বাড়ানো সময়ে পেনাল্টি পায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে মোইসেস কাইসেদো। এরপর স্বাগতিকদের আক্রমণের ধার কমে যায়।
তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি স্ক্যালোনির দল। পুরো ম্যাচে গোলের জন্য আটটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ইকুয়েডরের পয়েন্ট ২৯, তারা বাছাইপর্ব শেষ করেছে দ্বিতীয় অবস্থানে থেকে। 
এদিকে,

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে জায়গা করে নিতে ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে হতো বলিভিয়াকে। তার পাশাপাশি তাকিয়ে থাকতে হতো কলম্বিয়া ও ভেনেজুয়েলার ম্যাচের দিকে। এমন সমীকরণে খেলতে নামা বলিভিয়া ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে। আর অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে হেরে গেছে ভেনেজুয়েলা। তাতে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া।


এ জাতীয় আরো খবর...