শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা পড়ে যায় চাপের মুখে। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো, অন্যদিকে রান তোলার চাপ, দুয়ের মাঝেই ম্যাচ গড়ায় শেষ ওভারে। সেখানেই দৃঢ়তায় ভর করে ২ উইকেট হাতে রেখে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় উচ্ছ্বাসে ভাসছে জাকের আলির শিষ্যরা। এ জয় শুধু সিরিজ জয়ের আনন্দই নয়, বরং সাম্প্রতিক ব্যর্থতার হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশের জন্য।
দলীয় ৩ রানের মাথায় ফেরেন তানজিদ তামিম। ১৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরেছেন পারভেজ ইমনও। সাইফ হাসান শুরুটা ভালো করলেও ১৮ রানে তাকে থামিয়ে দেন মুজিবুর রহমান। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে আবারও জয়ের পথে ফিরিয়ে আনেন জাকের-শামিম জুটি। এই দুই ব্যাটার যোগ করেছেন ৫৬ রান।
২৫ বলে ৩২ রানে ফিরেছেন জাকের, শামিমকে ফিরতে হয়েছে ২২ বলে ৩৩ রান করে। অল্প সময়ের ব্যবধানে দুই সেট ব্যাটার ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে বাংলাদেশকে পথ দেখিয়েছেন নুরুল হাসান সোহান। ৩ ছক্কা ও ১ চারা সাজানো ২১ বলে ৩১ রানের ইনিংসই বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গেছে।
শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের ৬ বলে ১১ রানের ক্যামিও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় শেষ ওভারের প্রথম বলেই।
এই জয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর শারজাহতেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।