শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ ওভার বাকি থাকতেই পরাজিত করল বাংলাদেশ। একইসঙ্গে ম্যাচের সিরিজে প্রতিপক্ষ আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করল টাইগাররা।

আগেই অবশ্য দুই ম্যাচে জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল জাকের আলি অনিকের দল। রোববার (৫ অক্টোবর) শারজাহতে শেষ টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া ১৪৩ রানের লক্ষ্যে মাঠে নেমে সাইফ-সোহানরা ১২ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয়লাভ করেন।

জয়ের লক্ষ্যে মাঠে নেমে বেশ সতর্কের সঙ্গে শুরু করে বাংলাদেশ দল। ওপেনার পারভেজ হোসেন ইমন ১৪ রান সংগ্রহ করে মাঠ থেকে বিদায় নিলেও অপরপ্রান্তে থাকা তানজিদ হাসান এবং তার সহযোগী সাইফ হাসান ছিলেন বেশ আক্রমণাত্মক। তানজিদ ৩৩ রান তুলে ফিরলেও দলকে এগিয়ে নেন সাইফ।

ইনিংসের শেষ দিকে ব্যক্তিগত ফিফটি তুলে নেন সাইফ। এটি সাইফের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আহমেদজাইয়ের এক ওভারেই ১৫ রান তুলেন, এর মধ্যে গ্যালারির ছাদে পড়া একটি দুর্দান্ত ছক্কা ছিল। আর শেষ মুহূর্তে নুরুল হাসানের ছক্কায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে এদিন ব্যাট করতে মাঠে নেমে ২০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে আফগানিস্তান দল। দলের পক্ষে দারউইশ রাসুলি সংগ্রহ করেন ৩২ রান, সেদিকউল্লাহ আতাল ২৮ ও মুজিব উর রেহমান ২৩ রানে অপরাজিত থাকেন।

এদিকে বাংলাদেশ দলের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট।


এ জাতীয় আরো খবর...