প্রয়োজনে সহিংস উপায়ে হামাসকে নিরস্ত্র করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই’র সঙ্গে এক বৈঠকের মাঝে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, আমরা আগেই বলেছি, তাদেরকে অস্ত্র ফেলে দিতে হবে। তারা যদি এতে রাজি না হয়, তাহলে যত দ্রুত সম্ভব আমরাই তা করে দেবো। এমনকি প্রয়োজনে সহিংস উপায়ে তাদেরকে নিরস্ত্র করা হবে। তারা অস্ত্রহীন হবে বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল।
এরইমধ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দূতদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি বৈঠক হয়েছে, যা দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।