বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়লো মরক্কো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জাতীয় দলের টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড এখন মরক্কোর। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ছাড়িয়ে যায় তারা। এই নিয়ে টানা ১৬ ম্যাচে জয়ের দেখা পেল আটলাস লায়ন্স।

টানা ১৫ ম্যাচ জিতে যে রেকর্ড এতোদিন ছিল স্পেনের দখলে। পাশাপাশি কঙ্গোর বিপক্ষে এই জয় দিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল মরক্কো। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলটি ‘ই’ গ্রুপে আট ম্যাচের সবকটিই জিতল।

মরক্কো সবশেষ জিততে পারেনি গত বছরের মার্চে। মৌরিতানিয়ার প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচ, আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে ছয় ম্যাচ ও তিনটি প্রীতি ম্যাচে টানা জয় পেল তারা।

এই সময়ে ১৬ ম্যাচে ৫০ গোল করেছে তারা, হজম করেছে মাত্র ৪ গোল। স্পেনের ১৫ জয় ছিল ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত।


এ জাতীয় আরো খবর...