শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বাড়িভাড়া আরও বাড়ল, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার খুনের আগ মুহূর্তে কী ঘটেছিল জুবায়েদের সঙ্গে, রোমহর্ষক বর্ণনা ২৫ সেপ্টেম্বর থেকে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা-মাহির জুবায়েদ হত্যায় ছাত্রী বর্ষাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১ প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি: গুম-খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভুল স্বীকার করলেন জুলাই যোদ্ধারা, মামলা প্রত্যাহারের দাবি সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

পুরান ঢাকা থেকে ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জুবায়েদের টিউশনির বাসার সিঁড়িতে এ ঘটনা ঘটে। নিহত জুবায়েদ ওই বাসাটিতে টিউশনি করাতে গিয়েছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসাটিই ছিল জুবায়েদের টিউশনের বাসা। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, জুবায়েদের মৃত্যুর খবর শুনেছি। এটি খুবই বেদনাদায়ক ঘটনা। পুলিশকে ইতোমধ্যে সব সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।


এ জাতীয় আরো খবর...