দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরই মধ্যে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই-বাছাই শুরু হয়েছে বলেও জানান তিনি।
জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাযজ্ঞের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে গত এক বছরে জলঘোলা কম হয়নি। দলের বিচারের সুযোগ তৈরিতে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এরপরও আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলোর বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের করা আবেদন এক বছর ধরে ফাইলবন্দি।
রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে তিনজনকে হত্যার মামলায় সাবেক এমপি জান্নাত আর হেনরিসহ তিনজনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল–১। আর ট্রাইব্যুনাল ২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। চারজনই পলাতক।
এছাড়া, গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা তাদের।
এ জাতীয় আরো খবর...