শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

ইতালিতে সংসদ সদস্যকে হত্যার হুমকি: এক বাংলাদেশি বহিস্কার

মুশফিকুল আলম বিপ্লব, ইতালি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ইতালির সংসদ সদস্য আনা মারিয়া সিসিন্টকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দেশটি থেকে মনফালকোনে বসবাসরত এক বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে।

গোরিজিয়া পুলিশের সহযোগিতায় ভেনিস বিমানবন্দরের সীমান্ত পুলিশ নিজ দেশের উদ্দেশ্যে বিমানে উঠিয়ে দেয়ার মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করে।
অভিযুক্ত ব্যক্তি এর আগেও জনশৃঙ্খলা ভঙ্গ ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নজরে ছিলেন। সম্প্রতি তিনি আন্না চিসিন্ত-কে সরাসরি হত্যার হুমকি দেন, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
তার কর্মসংস্থান ভিসার নবায়ন আবেদনও নথিপত্রের ঘাটতির কারণে প্রত্যাখ্যাত হয়। অবশেষে প্রিফেট্টো দি গোরিজিয়ার স্বাক্ষরে বহিষ্কারাদেশ জারি হয় এবং ভেনিসের মার্কো পোলো বিমানবন্দর থেকে তাকে দোহা গামী ফ্লাইটে তোলার আগেই পুলিশ এই আদেশ জারি করে।

দেশটির পুলিশ প্রশাসন বলছে, “শুধু হুমকিই নয়, তার সামগ্রিক আচরণ ইতালিতে বসবাসের উপযোগী নয়।”  “এটি জনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল।”

উল্লেখ্য, মোনফালকোনে বহুদিন ধরে অভিবাসন ও বহুসংস্কৃতির নিরাপত্তা নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু। এই ঘটনার পর স্থানীয় সমাজে আবারও নিরাপত্তা ও রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছে।

এখন প্রশ্ন হলো এই বহিষ্কার কি নিরাপত্তা সমস্যার সমাধান আনবে, নাকি আরও ভিন্নভাবে দেখা উচিত


এ জাতীয় আরো খবর...