শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের দুই বছর পূরণ হয়েছে আজ (মঙ্গলবার)। দিনটিকে আইয়ামে সিয়াহ বা কলো দিবস হিসেবে পালন করবে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) নেতা কর্মীরা। কঠোর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তারা। যদিও রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে সকল জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে যেকোনো মূল্যে এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দলটি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

পিটিআই সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই তাদের বিক্ষোভ পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দলের নির্ধারিত সূচি অনুযায়ী, জাতীয় ও সিনেট সদস্যরা আদিয়ালা জেল গেটের বাইরে একত্রিত হবেন। যেখানে ইমরান খান বর্তমানে বন্দী। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন ইমরানের বোন আলীমা খান এবং সার্বিক সহযোগিতা করবেন পিটিআই সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা।

আরও পড়ুন: ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই’র দেশব্যাপী বিক্ষোভ

পাঞ্জাব, সিন্দ, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়াসহ আজাদ কাশ্মীরেও দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ করবে বলে জানানো হয়েছে। তবে আদিয়ালা জেলে নেতৃবৃন্দ জোর করে প্রবেশের চেষ্টা করতে পারে বলেও গুঞ্জন রয়েছে। আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টের অনুরোধে সোমবার রাতেই জেল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলটি উচ্চ-সংবেদনশীল হিসেবে বিবেচিত, যেখানে রাজনৈতিক ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট বন্দিদের একসঙ্গে রাখা হয়। বর্তমানে ২ হাজার ১৭৪ জন ধারণক্ষমতার জেলটিতে ৭ হাজার ৭০০ জন বন্দী রাখা হয়েছে। যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

সকল প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে এবং ১৪৪ ধারা জারি করে পাঁচজন বা ততোধিক ব্যক্তির জমায়েত, অস্ত্র বহন, বিক্ষোভ, হেইট স্পিচ, মোটরসাইকেলের পেছনে দুইজন চলাচল ও লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এদিকে দলটির তরফে বলা হয়েছে, যদি আজকের বিক্ষোভ প্রত্যাশিত রাজনৈতিক চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়, তবে ১৪ আগস্ট পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে জাতীয় ও প্রাদেশিক আসনভিত্তিক র‍্যালির ওপর জোর দেওয়া হবে।


এ জাতীয় আরো খবর...