অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগ বিষয়ে অতিদ্রুত সরকারের বক্তব্য স্পষ্ট করার দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ার।
শনিবার (৯ আগসট) দেওয়া এক বিবৃতিতে বিশিষ্ট এই কলামিস্ট ৮ জন উপদেষ্টার পরিচয় জাতীয় স্বার্থে দ্রুত প্রকাশেরও আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে রিন্টু আনোয়ার বলেন, ‘জাতীয় স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের উচিত, যে আট উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করেছেন বলে তাঁর কাছে প্রমাণ রয়েছে, সেইসব উপদেষ্টাদের নাম ও প্রমাণসহ অতিদ্রুত প্রকাশ করা। কি কি দুর্নীতি করেছেন, তা প্রমাণসহ স্পষ্ট করা উচিত।’
আরও পড়ুন: ৮ উপদেষ্টাকে নিয়ে আবদুস সাত্তারের বক্তব্য প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার
বিবৃতিতে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে রিন্টু আনোয়ার আরো বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের অভিযোগ সত্য হলে অবিলম্বে ওইসব উপদেষ্টাদের সরকার থেকে বাদ দিয়ে আইনের আওতায় আনা জরুরি। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা তাঁর প্রেস উইং নীরব থাকলে নানা প্রশ্ন উঠতেই থাকবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তাঁর দাবি অনুযায়ী, গোয়েন্দা সংস্থার কাছেও আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে। কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে বক্তব্যকালে স্পর্শকাতর এই অভিযোগ করলেও উপদেষ্টাদের কারা সীমাহীন দুর্নীতি করেছেন, তাঁদের নাম বলেননি আব্দুস সাত্তার।
তিনি বলেছেন, ‘আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে। কিন্তু জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্যপ্রমাণ দিতে পারব।’