তীব্র তাপপ্রবাহে আরব বিশ্বের পাঁচ দেশে একযোগে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বনভূমি, কৃষিজমি ও চারণভূমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, গতকাল বুধবারও ইরাক, আলজেরিয়া, লেবানন, সিরিয়া ও মরক্কো–তে আগুন জ্বলতে দেখা গেছে।
ইরাক :
ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের হালাবজা জেলায় রোববার সন্ধ্যায় দাবানল শুরু হয়।
এতে শত শত হেক্টর জমি, ছয়টি গ্রামের তৃণভূমি ও চারণভূমি পুড়ে যায়, বহু পশুপাখি মারা যায়। হালাবজা সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবেদিন আব্দুলরহমান জানান, প্রায় ৫ হাজার দুনাম (১ হাজার ২৩৫ একর) বন ও বাগান ধ্বংস হয়েছে এবং দুজন গ্রামবাসী নিহত হয়েছেন। হালাবজার গভর্নর নুখশা নাসিহ জানান, সরঞ্জাম ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়।
আলজেরিয়া :
দেশটির বিভিন্ন প্রদেশে ১৮টি দাবানল ছড়িয়ে পড়ে, যার মধ্যে ৭টি ছিল পূর্বাঞ্চলীয় বেজাইয়ায়। ১০টির আগুন নেভানো হয়েছে, ৪টি এখনো জ্বলছে এবং ৪টি নজরদারিতে রয়েছে। দাবানল ঠেকাতে সরকার ১৫টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে এবং ঝুঁকির কারণে অক্টোবর পর্যন্ত বনে ক্যাম্পিং ও বারবিকিউ নিষিদ্ধ করেছে।