আগামীর বাংলাদেশের রূপরেখা ও জুলাই অভ্যুত্থানের ১ বছরপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) মঞ্চ। রোববার (৩ আগস্ট) বিকাল ৪টায় শুরু হবে অনুষ্ঠানের মুল আনুষ্ঠানিকতা। এখান থেকে এনসিপি ঘোষণা করবে আগামীর বাংলাদেশের রূপরেখা। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা।
সরজমিন বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় শহীদ মিনারে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে স্লোগান নিয়ে আসতে শুরু করেছে এনসিপি’র নেতাকর্মী ও সমর্থকরা। এসে শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছিলেন। মূল মঞ্চের আশেপাশে বেশ কয়েকটি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ ও প্রেরণাদানকারী গান।
সরজমিন দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা আসছেন। তারা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। প্রস্তুত করা হয়েছে সমাবেশ মঞ্চ। ক্লান্ত নেতা-কর্মীদের জন্য রয়েছে পানি পানের সুব্যবস্থা।
এর আগে শনিবার এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ও কর্মসূচি ঘোষণা করবো। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে এনসিপি’র জন্ম।’
তিনি বলেন, ‘রোববারের সমাবেশ বিকেল ৪টায় শুরু হবে।’ একই এলাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি থাকায় মানুষের দুর্ভোগ হতে পারে—এমন আশঙ্কা জানিয়ে তিনি ঢাকাবাসী ও পরীক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে বলে জানা গেছে।
এনসিপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, সারাদেশ থেকে লক্ষাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেবে। ঢাকা ও আশপাশের এলাকা থেকে সমর্থকদের আনতে বাসের ব্যবস্থাও থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।