নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ নিয়ে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ইসির পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে। এগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি দেয়া হবে।
এছাড়া বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ শাহজাহান সিরাজ) বিষয়ে পর্যালোচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে ৯টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত হবে এবং সাতটি দলের আবেদন বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় ইসি।
এ জাতীয় আরো খবর...