জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে দগ্ধ লাশটি পাওয়া যায়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর এখানে লাশ এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলাবাগানে পোড়া লাশ পড়ে আছে। লাশের দুই পাশে পাতা ও লাকড়ির আগুন জ্বলছে।
কলাবাগানের জমিটি আহসান হাবিব নামের এক ব্যক্তির। তিনি নওগাঁয় বসবাস করেন। বিকাশ দেবনাথ নামের এক ব্যক্তি জায়গাটি ভাড়া নিয়ে কলাবাগান করেছেন। তিনি কলাবাগানের পাশে পুকুরে মাছ চাষ করেন।
বিকাশ দেবনাথ বলেন, তিনি রাত আটটার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখেন কলাবাগানের ভেতরে আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখেন একটি বস্তার ভেতরে একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের লোকজনকে তিনি খবর দেন। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে ওই ব্যক্তির মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। অন্য কোথাও হত্যার পর লাশ বস্তায় ভরে এখানে এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
এদিকে, খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ৫ আগস্ট (মঙ্গলবার) রাত পৌনে আটটার দিকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র বলছে, শেখ শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েক যুবক শেখ শাহাদাতকে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। তবে সেখানে গিয়েও রক্ষা পাননি। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। গুলির পাশাপাশি তাঁকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন শেখ শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান বলেন, ‘শাহাদাত জনযুদ্ধ নামের চরমপন্থী দলের নেতা। গুলির পাশাপাশি তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।