শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

গড়ে প্রতিদিন ৮ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এম এইচ আকাশ, দিল্লি, ভারত
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের আমলে গড়ে প্রতিদিন ৮ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা।

পররাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের প্রথম সাত মাসে ১,৭০৩ জন ভারতীয়কে আমেরিকা থেকে জোর করে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যা পূর্ববর্তী বাইডেন প্রশাসন এবং ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ বছরের চেয়ে তিনগুণ বেশি।

ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের শুরু থেকে অভিবাসন নীতি কঠোর করেছে। অবৈধ অভিবাসী এবং যারা ভিসার শর্ত লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। গত ২৬ জুন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা দেওয়ার পরও নজরদারি অব্যাহত রয়েছে। নিয়ম লঙ্ঘন করলে ভিসা বাতিল ও নির্বাসন হতে পারে। একই সঙ্গে মার্কিন সরকার সতর্ক করে বলেছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ফলে গ্রেফতার হলে ভবিষ্যতেও ভিসার ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৮৬৪ জনকে চার্টার্ড ও সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ৩৩৩ জন ভারতীয়কে তিনটি ভিন্ন তারিখে পাঠিয়েছিল মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট মার্চ ও জুন মাসে ২৩১ জন নাগরিককে চার্টার্ড ফ্লাইটে পাঠিয়েছে।

অন্যদিকে জুলাই মাসে দু’টি ফ্লাইটে ৩০০ জনকে ভারতে পাঠিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ৭৪৭ জন ভারতীয়কে বাণিজ্যিক বিমানের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছিল। এই সময়ে পানামা থেকেও ফিরেছেন ৭২ জন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে তারা ধরা পড়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রকের তরফে আমেরিকার কাছে আবেদন করা হয়েছে, নির্বাসনের এই প্রক্রিয়া মানবিক হওয়া উচিত। নারী ও শিশুদের ওপর যেন শেকল ব্যবহার না করা হয় এবং ধর্মীয়-সাংস্কৃতিক সংবেদনশীলতা লঙ্ঘন না করা হয়। এই নিয়ে পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আমরা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আশা করছি ভারতীয় নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করা হবে।

২০২৫ সালে যে ১,৭০৩ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে ৯০ শতাংশই মাত্র ৫টি রাজ্যের বাসিন্দা। রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাবের ৬২০ জন, হরিয়ানার ৬০৪ জন এবং গুজরাটের ২৪৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশ থেকে ৩৮ জন এবং গোয়া থেকে ২৬ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া মহারাষ্ট্র ও দিল্লি থেকে ২০ জন করে, তেলঙ্গানা থেকে ১৯ জন, তামিলনাড়ু থেকে ১৭ জন, অন্ধ্রপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে ১২ জন  এবং কর্ণাটক থেকে ৫ জনকে ফেরত পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...