শিরোনামঃ
প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি: গুম-খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভুল স্বীকার করলেন জুলাই যোদ্ধারা, মামলা প্রত্যাহারের দাবি সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি মঙ্গলবার স্পন্সর ভিসায় ইতালিতে কর্মী নেয়ার আবেদন শুরু হচ্ছে নীল দুনিয়ার বাংলাদেশি ‍যুগল নিয়ে যা জানা গেলো আগুনের ঝুঁকি এড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা জনতা ব্যাংকের টাকা আত্মসাত: আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হামাসকে নিরস্ত্র করার বিকল্প নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হামাসকে নিরস্ত্র করার বিকল্প নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে হামাসকে নিরস্ত্র করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই প্রক্রিয়া বাস্তবায়নে আরব রাষ্ট্রগুলোকে গাজায় নিরাপত্তা জোরদারে সহায়তা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে এ তথ্য।
এক বিবৃতিতে জেডি ভ্যান্স বলেন, গাজায় এখন কি পরিস্থিতি চলছে, আমরা তা পর্যবেক্ষণ করতে চাই। খুব শীঘ্রই হয়তো আমাদের কোনো প্রতিনিধি সেখানে যাবে। আমিও যেতে পারি। তবে আমাদের হামাসকে নিরস্ত্র করতে হবে। এটা বেশ জটিল। যদি হামাস ইসরায়েলের ওপর হামলা চালায়, তবে ইসরায়েল তো থেমে থাকবে না।
এর আগে, গতকাল যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা করার কয়েক ঘণ্টা পর আবারও চুক্তিতে ফেরার দাবি করে ইসরায়েল। হামাস শর্ত ভঙ্গ করে হামলা চালানোয় পাল্টা অভিযানে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)— এমন দাবি তেলআবিবের।
অপরদিকে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, গাজায় টানা ইসরায়েলি হামলায় বহু প্রাণহানি সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। এ সময়, ওয়াশিংটন ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।


এ জাতীয় আরো খবর...