গাড়িচাপায় হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (৮ অক্টোবর) সকালে মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে বন্ধ হয়ে পড়ে যানচলাচল।
হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দাবি করছেন, সংগঠনটির নেতা মাওলানা সোহেল চৌধুরীকে গাড়ি চাপা দিয়ে হত্যার করা হয়েছে।