সমাবেশ ঘিরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার শাহবাগ মোড়ে সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। সমাবেশস্থলে জড়ো হওয়া নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। এদিন দুপুর আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
আরও পড়ুন: ছাত্রদলের সমাবেশ ঘিরে শাহবাগ জনসমুদ্র
নেতা–কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে আসছেন। এছাড়া অনেকের হাতে ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকাও দেখা গেছে।