শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

ছোট ফেনী নদীর ভাঙ্গন রোধে ম্যারাথন-মানববন্ধন 

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ছোট ফেনী নদীর ভাঙ্গনরোধে ম্যারাথন-মানববন্ধন করেছেন জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাবাসী। শনিবার ভোরে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের তালতলী থেকে শুরু হয়ে ম্যারাথনটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। এতে এলাকার বিভিন্ন বয়সী অর্ধশত ব্যক্তি অংশ নেন। “নদী ভাঙন রোধে হাঁটি একসাথে” শ্লোগান নিয়ে এ মিনি ম্যারাথনের আয়োজন করে স্থানীয় একটি সামাজিক সংগঠন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, মুছাপুর ক্লোজার ভেঙ্গে যাওয়ায় ১১২ কিলোমিটার নদীপাড় ভেঙ্গে জলপথ, স্কুল-কলেজ, বসতভিটা সবকিছু আস্তে আস্তে বিলীন হচ্ছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি, স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। নদী শাসন সহ করা হলেও সমস্যা সমাধানের হন্য স্লুইসগেট নির্মান জরুরী। সরকারের উর্ধ্বতন মহলের কাছে দ্রুত স্লুইসগেট নির্মানে ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।
চব্বিশের বন্যার পরে পূর্নবাসন করা হলেও এখন বিষয়টি কেউ নজর দিচ্ছেনা। মানুষ জন্মভূমি হারাচ্ছে, শৈশবের বেড়ে উঠার স্মৃতি হারিয়ে ফেলছে।অতিদ্রুত পদক্ষেপ গ্রহনের দাবী জানান বক্তারা।
নদী ভাঙনে দাগনভূঞার মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলে, জগতপুর, মমারিজপুর সহ প্রত্যন্ত অঞ্চলগুলো গ্রাস করে যাচ্ছে। প্রতিকার পেতে অনতিবিলম্বে সরকারি উদ্যোগ নিতে হবে।
নদী ভাঙ্গনে মমারিজপুর রাস্তা বিলীন হয়েছে। চোখের মুগুর্তে সব বিলীন হচ্ছে। তালতলী বাজার, মিয়াজীর ঘাট, ফাজিলের ঘাট স্কুল বিলিনের পথে। মুছাপুর ক্লোজার তিন জেলার মরন ফাঁদে পরিনত হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত নির্মাণের দাবি জানান বক্তারা।


এ জাতীয় আরো খবর...