মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, মুছাপুর ক্লোজার ভেঙ্গে যাওয়ায় ১১২ কিলোমিটার নদীপাড় ভেঙ্গে জলপথ, স্কুল-কলেজ, বসতভিটা সবকিছু আস্তে আস্তে বিলীন হচ্ছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি, স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। নদী শাসন সহ করা হলেও সমস্যা সমাধানের হন্য স্লুইসগেট নির্মান জরুরী। সরকারের উর্ধ্বতন মহলের কাছে দ্রুত স্লুইসগেট নির্মানে ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।
চব্বিশের বন্যার পরে পূর্নবাসন করা হলেও এখন বিষয়টি কেউ নজর দিচ্ছেনা। মানুষ জন্মভূমি হারাচ্ছে, শৈশবের বেড়ে উঠার স্মৃতি হারিয়ে ফেলছে।অতিদ্রুত পদক্ষেপ গ্রহনের দাবী জানান বক্তারা।
নদী ভাঙনে দাগনভূঞার মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলে, জগতপুর, মমারিজপুর সহ প্রত্যন্ত অঞ্চলগুলো গ্রাস করে যাচ্ছে। প্রতিকার পেতে অনতিবিলম্বে সরকারি উদ্যোগ নিতে হবে।
নদী ভাঙ্গনে মমারিজপুর রাস্তা বিলীন হয়েছে। চোখের মুগুর্তে সব বিলীন হচ্ছে। তালতলী বাজার, মিয়াজীর ঘাট, ফাজিলের ঘাট স্কুল বিলিনের পথে। মুছাপুর ক্লোজার তিন জেলার মরন ফাঁদে পরিনত হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত নির্মাণের দাবি জানান বক্তারা।