জনগণ ঐক্যবদ্ধ থাকায় যেভাবে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তেমনি ফ্যাসিবাদী কাঠামোকেও বিদায় জানানো সম্ভব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (০১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জুলাই গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার শাসনামলকে ‘জীবন্মৃত’ আখ্যা দিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘জনগণ বেঁচে থেকেও যেন মৃত ছিল। তিনি বলেন, বিগত সরকার রাষ্ট্রশক্তিকে পকেটে ঢুকিয়ে দেশকে নিয়ন্ত্রিত করতে চেয়েছে।’
সমাবেশে জোনায়েদ সাকি অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তোলেন বলেন, শহীদ পরিবার ও আহতদের কেন যথাযথ মর্যাদা ও চিকিৎসা দেয়া হচ্ছে না। তিনি আরও বলেন, ‘জাতিগত বিভাজন বাদ দিয়ে সবার সম্মান নিশ্চিত করতে হবে।’
জোনায়েদ সাকি বলেন, ‘যতদিন লুটপাট চলবে, ততদিন নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।’