শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন নিয়ে অযাচিত শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনকে ঘিরে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণ যোগ্য হবে। কারণ এ নির্বাচনটি দেশের সাধারণ মানুষের বহুদিনের একটি চাওয়া। এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ পাবে তাদের কাঙ্ক্ষিত নেতাকে।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের আমলে সম্মেলন করার কথা ভাবতেও পারিনাই আমরা। কারণ সে সময় তাদের নির্যাতনের কারণে সম্মেলন করার কোন সুযোগ ছিল না। আওয়ামী লীগের আমলে আমাদের হাজার হাজার নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। নেতারা পালিয়ে ছিল। এরপরেও সব কিছু অতিক্রম করে তরুণদের সঙ্গে নিয়ে সোমবার একটি সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি তারেক রহমানের যোগদানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের ঠাকুরগাঁও জেলা নেতা-কর্মীদের জন্য সবচেয়ে বড় পাওয়া দলের প্রাণকেন্দ্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকবেন প্রধান অতিথি হিসেবে। এটা আমাদের ঠাকুরগাঁও জেলার বিএনপির নেতা-কর্মীদের জন্য একটা আনন্দের বিষয়। আমি আশা করি ঠাকুরগাঁও বিএনপির এই সম্মেলন দলের জন্য একটা নতুন দিগন্তের সৃষ্টি করবে।

 


এ জাতীয় আরো খবর...