শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

জাতীয় পার্টিকে নিষিদ্ধে গণঅধিকার পরিষদের সঙ্গে একমত জামায়াত: তাহের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও জড়িতদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত এই সরকার কোনো ব্যবস্থা নেয়নি। জাতীয় পার্টিকে নিষিদ্ধে গণঅধিকার পরিষদের সঙ্গে একমত বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব মন্তব্য করেন তিনি। এসময় নূরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, নুরের উপর হামলার এই ঘটনার পিছনে কোন দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এবং সরকারই  এটি উদঘাটন করতে হবে। নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ৩ দফা দাবি দিয়েছে গণঅধিকার পরিষদ। সেই দাবির মধ্যে অন্যতম বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সেই দাবির সঙ্গে সহমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি বলেন, শুক্রবার রাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখলাম, এটি আগের সরকারের আমলের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নুরকে চিনেই আক্রমণ করেছে। এতে আগের প্রস্তুতি ও ষড়যন্ত্র ছিল। অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা সরকারের দেখতে হবে। এই ঘটনার মদদ দাতাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেয়ার কথা ছিল তা সরকারের পক্ষ থেকে দেখছি না। আমরা এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। গণঅধিকার পরিষদ যে দাবি জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগীদের নিষিদ্ধের ব্যপারে, আমরা তার সাথে সহমত।

ডা. তাহের আরও বলেন, ভারতের দালালদের আমরা যেভাবে মোকাবিলা করেছি, এখন যদি সেরকম করতে হয় তাহলে এ সরকাররে অনেক সমস্যা পোহাতে হবে। হামলার এই ঘটনার বিষয়ে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করব। এসময় আহত নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো আহ্বান জানান তিনি।


এ জাতীয় আরো খবর...