জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে বাংলাদেশের ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র ভারতে ইউটিউবে ব্লক করে দেওয়া হয়েছে। ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি চলতি বছর আগস্টে একটি টিভি চ্যানেলে প্রচারের পর ইউটিউবে প্রকাশ করা হয়।
প্রামাণ্যচিত্রটিতে অংশ নিয়েছেন বামপন্থী চিন্তক বদরুদ্দিন উমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমীন আহমেদ, গবেষক মেঘমল্লার বসু এবং লেখক উমামা ফাতেমা।
চলচ্চিত্রটির গবেষণা ও চিত্রনাট্য করেছেন শাহেদ শুভ। ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।
পরিচালক সৌমিত্র দস্তিদার জানান, বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিষয়টি তিনি কেবল প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতার আলোকে তুলে ধরেছেন। এতে ভারতের নিরাপত্তার জন্য হুমকির মতো কোনো বিষয় নেই।
তিনি বলেন, যেখানে ভারতে বেঙ্গল ফাইলসের মতো বিতর্কিত সিনেমাকে নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হচ্ছে, সেখানে আমার প্রামাণ্যচিত্রটি ব্লক হওয়াটা বিস্ময়কর।