আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। ওই অধিবেশনে যোগদান করবেন মোদি। এছাড়া এ সফরের মূল লক্ষ্য হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করা।
উদ্দেশ্য বাণিজ্য সংক্রান্ত সমস্যা এবং শুল্কের বিষয়ে একটি সমাধানে পৌঁছানো। এই সফর দুই নেতার জন্য একটি বাণিজ্য চুক্তি ঘোষণার সুযোগ তৈরি করবে বলেও প্রদিবেদনে বলা হয়েছে।
রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
এরপর ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পর তিনি আরও আলোচনার আশা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যতক্ষণ না বর্তমান উত্তেজনার সমাধান হয়, ততক্ষণ আর আলোচনা নয়।
প্রথম দফায় ২৫ শতাংশ শুল্ক আরোপের পর বাণিজ্য চুক্তির লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করে নয়াদিল্লি। উভয় পক্ষ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে চুক্তি নিয়ে সন্তুষ্ট ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প।
ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ খাত খোলা এবং রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার বিষয়ে মতবিরোধ নিয়ে পাঁচ দফা আলোচনার পর নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। এরপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেন ট্রাম্প।
গত মঙ্গলবার (১২ আগস্ট) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, সুইজারল্যান্ড ও ভারতসহ বেশ কয়েকটি বৃহৎ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনো সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় নয়াদিল্লি নিজেদের শর্তাবলী নিয়ে ‘কিছুটা অনড়’ ছিল।
বেসেন্ট জানান, তিনি আশা করেন যে ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষ নাগাদ তাদের বাণিজ্য আলোচনা শেষ করতে পারবে। কাজেই আলোচকদের চুক্তির শর্তাবলী নিয়ে আরো আলোচনা করতে হবে।
এ জাতীয় আরো খবর...