ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৭ জন প্রার্থী। এর মধ্যে ২ জন কেন্দ্রীয় ভিপি, ১ জন আন্তর্জাতিক সম্পাদক এবং বাকি ৪ জন কেন্দ্রীয় সদস্য পদের জন্য মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের অফিস থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। সর্বপ্রথম ফরম সংগ্রহ করেছেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সজীব হোসেন, যিনি কেন্দ্রীয় সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসুতে আজকের দিনে দুজন সহ সভাপতি (ভিপি) প্রার্থী একজন আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী এবং চারজন সাধারণ সদস্য পদপ্রার্থী ফরম নিয়েছেন। সহ-সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের মেসেজ খুবই পরিষ্কার, নির্বাচনের আগ পর্যন্ত যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাকেই ভোটার তালিকা থেকে বাতিল করা হবে। যদি জুলিয়াসের বিরুদ্ধে প্রমাণ থাকে তাহলে সেও বাদ যাবে। সবশেষ যে চূড়ান্ত ভোটার তালিকা আমরা প্রকাশ করেছি সেখানে কেউ কেউ ঘাপটি মেরে থাকতে পারে বলে আমাদের ধারণা। তাই প্রয়োজন হলে আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে শেষ দিন পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দেব। মোটকথা প্রমাণ পেলেই রক্ষা নেই।
প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
২০২৫ সালের ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট অবধি সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র মনোনয়নপত্র, ১৯ আগস্ট জমাদানের শেষ সময় প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ই সেপ্টেম্বর। এবারই প্রথমবারের মত হলের বাহিরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৩০ জুলাই ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৯৩২ জন। তবে সোমবার (১১ আগস্ট) প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ৩৯ হাজার ৬৩৯ জনের নাম রয়েছে।