নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুরে কাটাখালী নদীর জোয়ারের পানিতে বিলীন হওয়া রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরের দিকে মাতুভূঞা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভাঙনকবলিত কাজী বাড়ি সংলগ্ন স্থানে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন।
আগামী ১৫ দিনের মধ্যে তলিয়ে যাওয়া রাস্তা পুনর্নির্মাণ না করা হলে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা।
মাতুভূঞা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শামসুল হক নকুর সভাপতিত্বে ও দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কবির আহম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারিছ আহাম্মদ পেয়ার।
এতে আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেন বাবুল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা যুবদলের সদস্য আলা উদ্দিন আলো, যুবদল নেতা নুরুল আবছার, সাহাব উদ্দিন, আশ্রাফ হোসেন রাহাত, মুজাহিদুল ইসলাম, শাহ আলম, সুমন, মিন্টু, জাফর, আবদুল্লাহ আল নোমান আদর, মাইনুল হোসেন, জাহিদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ পলাশ, উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুছাপুর রেগুলেটর বিলীন হওয়ার পর থেকেই নদী ভাঙনে বাড়িঘর-রাস্তাঘাট ও জনপদ নদীগর্ভে ভেসে যেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে সম্প্রতি বেকের বাজার-জর্বাপুকুর কাজী বাড়ি সংলগ্ন প্রায় ১০০ ফুট রাস্তা নদীতে তলিয়ে গেছে। এতে করে অন্তত ৫ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তলিয়ে যাওয়া রাস্তা পুর্ননির্মাণ না করা হলে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা।