শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

পদ দেয়ার নামে সাড়ে তিন লাখ টাকা আদায় দাগনভূঞা যুবদল আহ্বায়কের !

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। শনিবার খোন্দকার মো. বেলাল হোসেন নামে এক যুবদল কর্মীজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগে

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সুবাদে দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর সাথে সুসম্পর্ক গড়ে উঠে। ডিপলু তার ব্যক্তিগত অসুবিধা দেখিয়ে আমার থেকে ১ লাখ টাকা হাওলাত নেয়। কিছুদিন পর সেই টাকা চইতে গেলে সিন্দুরপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক পদ দেয়ার আশ্বাস দেয়।

কিছুদিন পর কমিটি দিবে বলে আরো ২ লাখ ৫০ হাজার টাকা দাবী করে। পরবর্তীতে আরো ১ লাখ ৫০ হাজার টাকা নগদ দিয়েছি। ২০২৪ সালের ৩ আগস্ট আমাকে আহ্বায়ক করে কমিটি হয়ে গেছে বলে আবার টাকা দাবী করলে আমি তাকে দাগনভূঞা বাজারে গিয়ে তার হাতে ১ লাখ টাকা দিয়ে আসি।

সিন্দুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক করবে বলে আমার কাছ থেকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে। শুধু আমার কাছ থেকেই নয় ডিপলু বিভিন্ন ইউনিয়নের অনেক কর্মীকে পদ দেয়ার আশ্বাস দিয়ে বাণিজ্য করে আসছে। অনেকে তার ভয়ে মুখ খুলতে সাহস করছেনা। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান বেলাল।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা আহ্বায়ক কবির আহম্মদ ডিপলু আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।

জানাতে চাইলে জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত ডিপলু ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন পূর্ব সময়ে যুবলীগ ছেড়ে যুবদলে যোগ দেয়।


এ জাতীয় আরো খবর...