শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

দাগনভূঞায় হামলায় আহত সোহেলের সফল অস্ত্রোপচার

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় র‍্যালিতে অতর্কিত হামলায় গুরুতর আহত যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্যাহ সোহেলে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ডাক্তারদের মতে আপাতত তিনি চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। তবে নিয়মিতভাবে তাকে চিকিৎসকের সরনাপন্ন হতে হবে। ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসদের একটি টিম তার ডান চোখ ও চোখের পাশে ভেঙ্গে যাওয়া হাডে অস্ত্রোপচার করেন।

আজ ১৮ আগস্ট তাকে হাসপাতাল থেকে রিলিস করে বাসায় সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সফলভাবে অস্ত্রোপচার হওয়ায় তিনি মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেছেন। একইসাথে তার সার্বিক খোঁজখবর নেয়ায় দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজনসহ দেশ-বিদেশে অবস্থারত শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানিয়েছেন। পুরোপুরি সুস্থতায় সবার কাছে দোয়াও চেয়েছেন সোহেল।

আরও পড়ুন:  দাগনভূঞায় বিএনপির বিজয় র‍্যালিতে হামলা, আহত ১৫

উল্লেখ্য  বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ বিজয় র‍্যালির আয়োজন করে। শান্তিপূর্ণ র‍্যালিটি চৌমুহনী রোডের সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ গেইট থেকে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে পৌঁছালো সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্বদলীয় প্রতিপক্ষ মিছিলে অতর্কিত হামলা করে নেতাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও তাদের মারধর করে। এ সময় পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার এনায়েত উল্যাহ সোহেল, সরোয়ার, সুমন ভূঁইয়া ১৫ জন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন: দাগনভূঞা বিএনপিতে অস্থিরতা; কর্মী-সমর্থকদের ক্ষোভ

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, হামলায় নেতৃত্ব নেন পৌর বিএনপির  যুগ্ম আহবায়ক সাইফুর রহমান স্বপন, আওয়ামী লীগ থেকে আসা আবুল হাশেম বাহাদুর, যুবদলের বহিস্কৃত ইসমাইল হোসেন সবুজ ও ছাত্রদল থেকে বহিষ্কৃত জামশেদুর রহমান ফটিক। হামলায় আওয়ামী লীগের অনেক চিহিৃত ক্যাডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারের কিশোর গ্যাং সদস্য ছিল বলেও দাবি করেন আকবর হোসেন। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা বলেও জানান আকবর।  বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য তাদের হামলার কোনো প্রতিবাদ করিনি।


এ জাতীয় আরো খবর...