নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাতে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়। এরপর হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে এক যুবককে গলা কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
এইদিকে, লভীবাজার শহরের শমসেরনগর সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ্ মোহাম্মদ রুবেল আহমদ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের শ্যালক মো. আজিজ আহমদ জানান, রুবেল প্রতিদিনের মতো তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহত অবস্থায় বেড়িয়ে বাঁচার জন্য কাকুতি মিনতি করে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন তাকে সহায়তার জন্য। স্থানীয়রা রুবেলের পেটে ও গলার দিকে ছুরিকাঘাত এবং রক্ত দেখতে পান। দ্রুত তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।