শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

‘না’ ভোটের প্রস্তাব বিএনপি করেনি, কিছু বিশিষ্ট ব্যক্তি এ পরামর্শ দিয়েছেন: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, ‘না ভোট’ প্রবর্তনের বিষয়টি বিএনপির কোনো দাবি ছিল না। বরং এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ভিত্তিতে এসেছে।

আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে থাকা এ দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে সিইসির পাশাপাশি উপস্থিত ছিলেন একজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব।

বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম বলেন, ‘না’ ভোট আমাদের দাবির ভিত্তিতে হয়নি। কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের প্রেক্ষিতে এসেছে। এখন যা করা হচ্ছে তাতে আমাদের কোনো মন্তব্য নেই।

এ সময়, মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতেই তারা বৈঠকে গিয়েছিলেন বলে জানান তিনি। বিশেষ করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কীভাবে হচ্ছে, সে বিষয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করেছে বিএনপি। এছাড়া নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে উল্লেখ করেন নজরুল ইসলাম খান।

অপরদিকে, প্রবাসী ভোটারদের প্রসঙ্গে সিইসি প্রতিনিধি দলকে জানিয়েছেন, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ই-পাসপোর্ট রয়েছে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এ সময়, শুধু এনআইডি ও ই-পাসপোর্টধারী নয়, বরং সাধারণ পাসপোর্টধারী প্রবাসীদেরও ভোটাধিকার নিশ্চিতের দাবি জানায় দলটি।

আসন ভাগাভাগি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এ বিষয়ে এখনো দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে।


এ জাতীয় আরো খবর...