শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে: আমীর খসরু

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

দেশে গণতন্ত্রের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় আমীর খসরু বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাওয়ায় গোয়েন লুইসের প্রতি আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু। পাশাপাশি জাতিসংঘের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আমীর খসরু বলেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা হয়। যতদিন পর্যন্ত প্রত্যাবাসন সম্পন্ন না হয়, ততদিন জাতিসংঘ রোহিঙ্গাদের বিষয়ে তাদের সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান বিএনপির এই নেতা।

গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত ও কাঠামোগত সহায়তা দিচ্ছে, যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে ঐকমত্য সৃষ্টির ক্ষেত্রে কাজ করছে, যা ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নেবে বলে আমরা আশা করছি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে গোয়েন লুইস বলেন, শরণার্থীদের প্রতি বাংলাদেশ যে অসাধারণ মানবিকতা ও আতিথেয়তা দেখিয়েছে, জাতিসংঘ তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছে।


এ জাতীয় আরো খবর...