শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল: পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
রাজধানীর ডেমরার সারুলিয়ায় র‌্যাবের উদ্ধার করা পাথর

সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসনের নিশ্চয়ই যোগসাজশ ছিল। তা না হলে তারা এখন কীভাবে বের করে যে পাথরগুলো কোথায়? আবার নীরবতাও ছিল, হয়তো তারা অত ঝুঁকি নিতে পারেনি।

তিনি জানান, সরকারের কাজ নীতিমালা প্রণয়ন করা হলেও মাঠপর্যায়ে তা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। ইতোমধ্যেই ১৭টি স্থানে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেই ফিল্ড পরিদর্শনে যেতে হয়েছে।

রিজওয়ানা হাসান অভিযোগ করেন, তার ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের ওপর হামলার পরই তিন দিনব্যাপী অভিযান চালিয়ে সব স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু রাজনৈতিক চাপ ও পরিবহন ধর্মঘটের হুমকিতে আবারও পাথর উত্তোলনের দাবি ওঠে।

তিনি বলেন, আজ মানুষ তার শক্তি দেখিয়েছে। লুটেরা চক্রের বিরুদ্ধে জনগণ দাঁড়ালে, রাজনৈতিক শক্তি যতই সমর্থন দিক না কেন, মানুষের শক্তিই শেষ পর্যন্ত বিজয়ী হয়।

পাথর ও বালু ইজারা দেয়া মূলত খনিজ সম্পদ ও ভূমি মন্ত্রণালয়ের কাজ বলে উল্লেখ করে তিনি জানান, জাফলং ও পিয়াইন নদী ২০১১ সালে ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া ঘোষণা হওয়ার পর সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ওই দুই নদীতে পাথর উত্তোলন বন্ধ থাকলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর লিজ দেয়ার প্রক্রিয়া শুরু হয়।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট নীতি দিয়েছি- এই ১৭টি স্থানে পাথর তোলা যাবে না। বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। কিন্তু যখন দেখি তারা পদক্ষেপ নিচ্ছে না, তখন তাদের সাহস জোগাতেই মাঠে যাই। ফেরার পথে আমাদের গাড়ি লক্ষ্য করে অশ্লীল বিক্ষোভ হয়।

ঘটনার পর এক রাজনৈতিক দল সংশ্লিষ্ট কয়েকজন নেতাকে বহিষ্কার করে। তিনি মনে করেন, প্রতিবাদ আরও জোরালো হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

পরিবেশ উপদেষ্টা প্রশাসনের যোগসাজশ ও দায়িত্বহীনতার বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি বলেন, পাথর লুটের দায় আমাকে দেবেন না। এটি আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, তবে পরিবেশ রক্ষার স্বার্থে আমি কাজ করেছি। প্রকৃত দোষীদের তালিকাভুক্ত করতে হবে।


এ জাতীয় আরো খবর...