শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

সোমবার (১৮ আগস্ট) নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ পরিদর্শনকালে এমন ঘোষণা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেআরটি।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্রমাগত হুমকি আর সামরিক মহড়ার বিপরীতে এই সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং।

এর আগে, চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয় ওয়াশিংটন-সিউল। অনুষ্ঠানে যার কড়া সমালোচনা করেন কিম জং উন। তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসী আচরণের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ দেশ দু’টির। যা যেকোনো সময় সত্যিকারের যুদ্ধ উসকে দিতে পারে। যদিও মহড়াগুলো প্রতিরক্ষামূলক বলে বরাবরই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি একটি ইউরেনিয়াম উৎপাদন ও পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শনের সময় একই কথা বলেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা।


এ জাতীয় আরো খবর...