র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় চোরাকারবারি তেলের ট্যাংকারে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পেট্রোল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছে। র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক তেলের ট্যাংকারকে থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের আটক করে। এসময় একটি লাল রং এর তেলের ট্যাংকের ভেতর আনুমানিক ১৩ হাজার লিটার চোরাই পেট্রোল উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত তেলের ট্যাংকটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানী বহনকারী লরি ইত্যাদি হতে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অকটেন, ডিজেল ও পেট্টোল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কমমূল্যে কুমিল্লা জেলার সীমান্তর্বতী এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন জানান, আটককৃতরা ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।