শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

ফেনীতে ট্যাংকার ভর্তি ১৩ হাজার লিটার পেট্রোল জব্দ, ২ চোরাকারবারি আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীতে ১৩ হাজার লিটার চোরাই পেট্রোল উদ্ধার করেছে র্যাব।  যার মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। এসময় আটক করা হয় ২ চোরাকারবারিকে। জব্দ করা হয়েছে পেট্রোল পরিবহনে ব্যবহৃত ১টি ট্যাংকার। ১ সেপ্টেম্বর সোমবার রাতে অভিযানের পর মঙ্গলবার সাকালে র্যাব-৭ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- চাঁদপুর জেলার কৃষ্ণপুর গ্রামের মোকসেদ আলী খাঁনের ছেলে মো. শহিদুল্লাহ খান (৫৭), কুমিল্লার বুড়িচং থানার এ্যাবদারপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন লিটনের ছেলে মো. সৈকত হাসান (১৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় চোরাকারবারি তেলের ট্যাংকারে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পেট্রোল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছে। র‌্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক তেলের ট্যাংকারকে থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এসময় একটি লাল রং এর তেলের ট্যাংকের ভেতর আনুমানিক ১৩ হাজার লিটার চোরাই পেট্রোল উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত তেলের ট্যাংকটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানী বহনকারী লরি ইত্যাদি হতে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অকটেন, ডিজেল ও পেট্টোল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কমমূল্যে কুমিল্লা জেলার সীমান্তর্বতী এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন জানান, আটককৃতরা ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...