দৈনিক দিনকাল ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মফিজুর রহমানের দেহে ক্যান্সারের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
সোমবার সন্ধ্যায় সাংবাদিক মফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। সম্প্রতি তার লিভারে টিউমার শনাক্ত হয়। এরপর তিনি বেশকিছুদিন চট্টগ্রামে চিকিৎসাধিন থাকার পর রাজধানীর গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসা শুরু করেন। শনিবার তাকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার দেহে লিভারের টিউমারটিতে ক্যান্সারের জীবাণু নিশ্চিত করা হয়। দ্রুত সুস্থ্যতার জন্য তিনি সকল সহকর্মীসহ ফেনীবাসীর নিকট দোয়া কামনা করেছেন।