শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তপন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার তপনকে আটক করেছে পুলিশ।

তাকে ঢাকার একটি বাসা থেক আটকের বিষয়টি ৯ আগস্ট ( শনিবার) রাতে নিশ্চিত করেছে পুলিশ।

শান্তিনগরের ‘পরশুরাম ভবন’ নামক নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তপন ফেনীর পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের আবুল বশরের ছেলে।

গ্রেপ্তারকৃত তপনের স্ত্রী সাদিয়া ইসলাম শিমু জানান, ডিবি পুলিশের সদস্যরা রাত দশটার দিকে বাসায় এসে তাকে আটক করে ডিবির মিন্টু রোড কার্যালয়ে নিয়ে গেছেন। তিনি জানান, তপন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত ছিলেন এবং গত কিছুদিন ধরে বাসায় অবস্থান করছিলেন।

রাতেই তপনকে ফেনী নেয়া হবে এবং এ বষয়ে সকালে ফেনীতে বিস্তারিত জানানোর কথাও বলা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুর পর গত ২০২০ সালের নভেম্বরে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে প্রথমবার তপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২২ সালের ১৭ অক্টোবর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে জেলা পরিষদের চেয়ারম্যান হন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানেন মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমান অন্তবর্তীকালীন সরকার জেলা পরিষদ চেয়ারম্যান বহিস্কার করে।

খায়রুল বাশার মজুমদার তপন এর আগে পর পর দুবার জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলের। কিন্তু দুবারই দলের নির্দেশে ১৪-দলীয় জোটের প্রার্থী জাসদ (ইনু) নেত্রী শিরিন আখতারকে আসনটি ছেড়ে দিতে হয়েছিল।

পরশুরামের চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডার ছেলে খায়রুল বাশার মজুমদার তপন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনেন পর থেকে আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি ঢাকায় এক ব্যাংকে তার দেখা মিলে। সে থেকে গোয়েন্দা জালে জড়িয়ে পড়েন তপন।


এ জাতীয় আরো খবর...