শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

ফেনী পলিটেকনিকের ৪ রোভার পাঁচদিনে হাঁটলো ১৫০ কিলোমিটার পথ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার পায়ে হেঁটে পাঁচ দিনে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ সম্পন্ন করেছে। রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান এই অ্যাওয়ার্ড অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো “পরিভ্রমণকারী ব্যাজ”। এটি অর্জনের জন্য নির্ধারিত সময়ে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিমি, সাইকেলে ৫০০ কিমি অথবা নৌকাযোগে ২৫০ কিমি ভ্রমণ করতে হয়।
এ লক্ষ্য পূরণে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্য ইয়াছিন আরাফাত, সৌমিক চৌধুরী, সুসান সানি ও মিজবাহ উদ্দিন ১২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম কলেজ থেকে কক্সবাজার উপজেলা পরিষদ পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করেন। আজ ১৮ আগস্ট সোমবার বিকেলে ফেনীর গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান তারা।
তারা জানান, ১১ আগস্ট সোমবার ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনের সামনে তাদের আনুষ্ঠানিক যাত্রা হয়। এসময় উপস্থিত ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রেজাউল করিম ও বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভার সম্পাদক রফিক আহমদ।
পরিকল্পনা অনুযায়ী তারা ১২ আগস্ট চট্টগ্রাম কলেজ থেকে যাত্রা শুরু করে গাছবাড়িয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া উপজেলা পরিষদ, ঈদগাহ রশিদ আহমেদ ডিগ্রি কলেজ এবং কক্সবাজার উপজেলা পরিষদে যাত্রা বিরতি ও রাত্রিযাপন করেন। যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করেন এবং স্থানীয়দের সচেতনতামূলক বিষয়ে অবগত করেন। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পথিমধ্যে পরিভ্রমণকারীরা বিশেষভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ডিআরএসএল চট্টগ্রাম জেলা রোভার, চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভারমেট প্রতিনিধি, পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া থানা অফিসার ইনচার্জ, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার, চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদক ও কোষাধ্যক্ষ, কক্সবাজার জেলা রোভার সম্পাদক, কক্সবাজার উপজেলা সম্পাদক, কমিশনার, সহকারী কমিশনার এবং যুগ্ম সম্পাদকসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে।
পরিভ্রমণ সম্পর্কে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট ইয়াছিন আরাফাত বলেন, “আমাদের এই পরিভ্রমণের উদ্দেশ্য ছিল নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও দলগত চেতনা বৃদ্ধি করা। পাশাপাশি সমাজে স্কাউটিংয়ের শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়া। এ অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা যোগাবে।”
উল্লেখ্য, রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের লক্ষ্যে নির্ধারিত এই পরিভ্রমণ কার্যক্রমকে স্কাউটিংয়ে ‘র‍্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ নামে অভিহিত করা হয়।


এ জাতীয় আরো খবর...