বিজিবি জানায়, ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ’র হাতে আটক দুই বাংলাদেশি নারী হলেন- খুলনা জেলার হরিংডাঙ্গা
উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)। হস্তান্তর কালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান, ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আজ বৃহস্পতিবার পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান বাংলাদেশি দুই নারীকে ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।