শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

ফেনী সীমান্তে ২ বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র হাতে আটক দুই বাংলাদেশি নারীকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ। ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে মুহুরী ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দুই নারীকে ফেরত দেয়া হয়।
বিজিবি জানায়, ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ’র হাতে আটক দুই বাংলাদেশি নারী হলেন- খুলনা জেলার হরিংডাঙ্গা
উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)। হস্তান্তর কালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান, ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আজ বৃহস্পতিবার পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান বাংলাদেশি দুই নারীকে ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর...