শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রোববার (০৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ চুক্তি সই হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির পক্ষ থেকে জানানো হয়, এই অর্থ দেশের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা কমানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরির লক্ষ্যে ব্যয় করা হবে।

হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নাগরিক (সিভিল) এবং খাদ্য ও কৃষি।

তিনি আরও বলেন, ‘এই কর্মসূচি সরকারের সমন্বিত টিভিইটি ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করবে। এতে দক্ষ শিক্ষক তৈরি ও প্রশিক্ষণের সুযোগ বাড়বে, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও চাকরির প্রস্তুতিতে সহায়ক হবে।’

এডিবি জানায়, ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত এলাকাগুলোর টিভিইটি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শিক্ষকরা উদীয়মান প্রযুক্তি ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির ওপর দক্ষতা অর্জন করবেন।

এই কর্মসূচি শেষে কমপক্ষে ১০ হাজার শিক্ষক তাদের দক্ষতা বাড়াতে পারবেন, যা ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দেশব্যাপী একটি ধারাবাহিক পেশাদার উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা হবে, যা টিভিইটি শিক্ষায় টেকসই মান নিশ্চিত করবে।


এ জাতীয় আরো খবর...