শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

ভারি বৃষ্টিতে ফেনীর নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
দেশে বন্যার ফাইল ছবি

আগামী ৩ দিন দেশের উপকূলীয় অঞ্চলসহ চট্টগ্রাম ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে ফেনী জেলার মুহুরী নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (৩১ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে সংস্থাটির দেয়া পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে এবং উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। তবে আগামী ৩ দিন (বুধবার সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে এবং উজানের অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) একই সময় পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, সেলোনিয়া ও গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টায়ও এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে মুহুরী নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এই সময়ে ফেনী জেলার মুহুরী নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া পদ্মার পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। তবে চতুর্থ ও পঞ্চম দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে। তবে রংপুর বিভাগের দুধকুমার ও ধরলা নদীর পানি সমতল এই সময়ে বৃদ্ধি পেয়েছে। যদিও তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিনে হ্রাস পেতে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের আপার-আত্রাই, আত্রাই ও পুনর্ভবা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে আপার করতোয়া নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল আছে। আগামী ৩ দিন আপার-আত্রাই ও আপার করতোয়া নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে আত্রাই নদীর পানি সমতল আগামী একদিন দিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।


এ জাতীয় আরো খবর...