শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জ সদরে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা-হালিম গ্রুপের লোকজনের সাথে একই এলাকার বিএনপির সমর্থক উজির আলীর লোকজনের এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষের মতো বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
আহতরা হলেন, শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা ৮ জনের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ এবং ২ জনের মধ্যে ককটেলের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, বুধবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউন শেষে ফেরার পথে একটি অটোরিকশার সাথে ধাক্কায় গ্লাস ভেঙ্গে যায়। এনিয়ে দুই পক্ষের বিরোধ তৈরি হয়। এর জের ধরেই হালিম ও উজির আলী গ্রুপের সমর্থকদের মধ্যে এই শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
 


এ জাতীয় আরো খবর...