শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে পুতিন-মোদির ফোনালাপ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের কারণে ভারতীয় পণ্যে ট্রাম্পের নতুন করে ৫০ শতাংশ শুল্ক ঘোষণার ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতীয় বাণিজ্যে। অনেকটা দিশেহারা হয়ে পড়েছে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) এক্স বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘আমার বন্ধু পুতিনের সঙ্গে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেনের সর্বশেষ উন্নয়ন ভাগ করে নেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতিও পর্যালোচনা করেছি। ভারত-রাশিয়ার বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আমি এই বছরের শেষের দিকে ভারতে পুতিনকে আতিথ্য দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আরও পড়ুন: ট্রাম্পের শুল্কের জেরে মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত

পুতিনকে তার বিস্তারিত মূল্যায়নের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাক্ষাতের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ফোনালাপটি হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

শুল্ক আরোপের পদক্ষেপকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে অভিহিত করে ভারত স্পষ্ট করে বলেছে আমদানি বাজারের কারণের ওপর ভিত্তি করে এবং ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে তাদের এই বাণিজ্য চলমান রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট শেষবার ভারত সফর করেছিলেন ২০২১ সালের ৬ ডিসেম্বর, দিল্লিতে ২১তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের সময়। এছাড়া মোদি গত বছর রাশিয়ায় দুটি উচ্চ-প্রোফাইল সফর করেছিলেন, জুলাই মাসে ২২তম রাশিয়া-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। এছাড়া পরে অক্টোবরে অংশ নিয়েছিলেন কাজানে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে।


এ জাতীয় আরো খবর...