রাষ্ট্র কাঠামো বদলাতে ৩১ দফা প্রণয়ন ও বাস্তবায়ন আবশ্যক বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ জুলাই) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ছাত্রজনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে। জনগনের সরকার ক্ষমতায় থাকলে আহত ও শহিদদের আহাজারি থাকতো না।
শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আবার যাতে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ না পায়, সেজন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।